ঝড়ের ধাক্কায় ভাঙল মণ্ডপ

সিত্রাংয়ের প্রভাব আলিপুরদুয়ারে। ঝোড়ো হাওয়ায় উদ্বোধনের আগেই ভেঙে গেল পুজো প্যান্ডেল।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : সিত্রাংয়ের প্রভাব আলিপুরদুয়ারে। ঝোড়ো হাওয়ায় উদ্বোধনের আগেই ভেঙে গেল পুজো প্যান্ডেল। সোমবার দুপুরে পুজো উদ্বোধনের সময় ঝোড়ো হাওয়ায় পুজো প্যান্ডেল বেঁকে যায়। একদিকে মঞ্চে অতিথিরা। অন্যদিকে ঝোড়ো হাওয়া। পুজো প্যান্ডেল হল ক্ষতিগ্রস্ত। তড়িঘড়ি দুটি প্রতিমাই সরিয়ে ফেলেন উদ্যোক্তারা।

আরও পড়ুন-বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে উত্তাল রাজ্য, পদ্মর দালালি করতে আসরে অশোক

আলিপুরদুয়ার জংশন সবুজ সংঘ আয়োজন করে মহাকালীর পুজো। এই পুজো শেষ হওয়ার পর হত শ্যামামায়ের পুজো। মহাকালীর মাথা দশটি। মালদার পর উত্তরবঙ্গে সবুজ সংঘই মহাকালী পুজো করে থাকে। হঠাৎ ঝোড়ো হাওয়ায় পণ্ড হল পুজো। প্রতিমা অন্যত্র সরিয়ে করা হবে পুজো। এবার এই প্রাকৃতিক বিপর্যয়ে আশাহত ক্লাবের কর্মকর্তারা।

Latest article