বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে উত্তাল রাজ্য, পদ্মর দালালি করতে আসরে অশোক

বারেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার মানেই ভেতরে অন্য গল্প রয়েছে। কিন্তু তাঁদের এই জনভিত্তিহীন আলোচনায় কোনও লাভ হবে না।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে স্বঘোষিত অভিভাবক হয়েছেন সিপিএমের অশোক ভট্টাচার্য। সরাসরি অভিযোগ করলেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মহানগরিক গৌতম দেব। গত সোমবার বিজেপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ-সহ আরও কয়েকজন বিজেপি নেতৃত্ব অশোক ভট্টাচার্যের বাড়িতে বৈঠক করেন। এই বৈঠককে বিজেপি বা অশোক সৌজন্যমূলক বৈঠক হিসেবে দেখানোর চেষ্টা করলেও বৈঠকের আড়ালে যে বড় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা বুঝতে কারও বাকি নেই।

আরও পড়ুন-অনেকদিন পর এলেন পুরনো ক্লাবে মোহনবাগানের বোর্ডে ফিরে আসছেন সৌরভ

এরপরেই রাজ্য জুড়ে রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। তবে অশোকের সাথে বিজেপি নেতাদের বৈঠক নতুন নয়। মঙ্গলবার এই নিয়ে গৌতম বলেন, এবার নিয়ে দু’-তিনবার হল। কংগ্রেসের হাত ধরে কনফিডেন্স নিয়েছিলেন বুদ্ধবাবুর নির্দেশে। এখন শংকর ঘোষকে আগে বিজেপিতে পাঠিয়ে অশোকবাবু বিজেপির স্বঘোষিত অভিভাবক হয়েছেন। ঠিক যেভাবে তিনি এক সময় সৌরভের অভিভাবকত্বের দাবি করতেন। মানুষ তাঁদের লাল কার্ড দেখিয়েছে।

আরও পড়ুন-আমি অবসর নিইনি,ফেরার বার্তায় সেরেনা

অশোকবাবু প্রায় ৬০ হাজার ভোটে বিধানসভায় হেরেছেন এবং নিজের ওয়ার্ডে পুর নির্বাচনে হেরেছেন। এরপরেও তিনি এই ধরনের অনৈতিক বৈঠক করতে চাইলে করতে পারেন। মনে রাখতে হবে দুটো শূন্যকে যোগ করলে শূন্যই হবে। গৌতম বলেন, তাঁরা তো একই দলের লোক নন। একটা মানুষের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার ক’বার হয়। বারেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার মানেই ভেতরে অন্য গল্প রয়েছে। কিন্তু তাঁদের এই জনভিত্তিহীন আলোচনায় কোনও লাভ হবে না।

Latest article