সংবাদদাতা, শিলিগুড়ি : পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মতুয়া সম্প্রদায়ের (Matua Community) প্রার্থীদের সমর্থনে কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা করলেন শিলিগুড়ি শহরে। বুধবার বেলা দুটো নাগাদ শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মতুয়া সম্প্রদায়ের (Matua Community) মানুষ ধামসা, মাদল বাজিয়ে কোভিড বিধি মেনে শোভাযাত্রা শুরু করেন। ধামসা-মাদলের তালে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা শিলিগুড়ির রাজপথ পেরিয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত যান। সেখান থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভানেত্রী পাপিয়া ঘোষ (Papia Ghosh) শোভাযাত্রায় যোগ দেন। সেখান থেকে শোভাযাত্রা ফের বাঘাযতীন পার্কে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) বলেন, রাজ্যের সব সম্প্রদায়ের মানুষরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবার জন্যই উন্নয়ন করেছেন। শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেসের মাধ্যমে উন্নয়ন হবে বলেও তিনি জানান। মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে রঞ্জিত সরকার বলেন, ‘‘আমরা গোটা উত্তরবঙ্গে কয়েক লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছি। আমরা সব সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থেকে এসেছি। আমরা কেউ শান্তনু ঠাকুর বা মমতাবালা ঠাকুরের অনুগামী নই। ঠাকুরবাড়ির উপরে আমাদের আর বিশ্বাস নেই কারণ তারা আমাদেরকে ব্যবহার করে শুধু বোকা বানিয়েছে।”
আরও পড়ুন-নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, দার্জিলিং হবে কর্পোরেশন