নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, দার্জিলিং হবে কর্পোরেশন

Must read

রিতিশা সরকার, দার্জিলিং : মনোনয়নপত্র জমা দিয়েই নির্বাচনী ইস্তাহার (Trinamool Congress Releases Manifesto) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দার্জিলিং পুরসভা কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ইস্তাহারে (Trinamool Congress Releases Manifesto) মূল এজেন্ডার মধ্যে প্রথমেই জায়গা পেয়েছে কর্পোরেশনে উন্নীত করার বিষয়টি। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন অলক চক্রবর্তী, শান্তা ছেত্রী ও বিনয় তামাংরা।

আরও পড়ুন-কারা হবেন প্রার্থী জানাল কমিশন

এদিনের সাংবাদিক সম্মেলনে অলক চক্রবর্তী (Alok Chakraborty) বলেন, দার্জিলিং পুরসভা অনেক আগেই কর্পোরেশনে উন্নীত হওয়ার প্রয়োজন ছিল কারণ রাজ্যের সবচেয়ে পুরনো পুরসভা কলকাতা পুরসভা, তারপরেই দার্জিলিং পুরসভা গঠন হয়েছিল। এ-ছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে ১৫টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল জমির পর্চা, পাট্টা প্রদান, আমরুত যোজনার মাধ্যমে পানীয় জল সরবরাহ, জঞ্জাল অপসারণকেও গুরুত্ব দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। পাহাড়ে কলকাতা ও শিলিগুড়ির ধাঁচে স্যাটেলাইট টাউনশিপ করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরজন্য জোড়বাংলোর বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের কথা মাথায় রেখে দার্জিলিং শহরকে সাজিয়ে তোলা ও আরও পরিচ্ছন্ন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। এ-ছাড়াও ইস্তাহারে উল্লেখ রয়েছে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে আলোর। ৩২টি ওয়ার্ডে পে টয়লেট। দার্জিলিংয়ের হকারদের জন্য সুসজ্জিত স্টল তৈরির কথা উল্লেখ রয়েছে ইস্তাহারে।

Latest article