কারা হবেন প্রার্থী জানাল কমিশন

Must read

প্রতিবেদন : আসন্ন পুরনির্বাচনে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দিতে হবে। রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission) জেলার নির্বাচন আধিকারিকদের চিঠি দিয়ে এই অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন: ক্ষোভে পদত্যাগ প্রার্থীর, নাজেহাল বিজেপি

কমিশনের (West Bengal Election Commission) সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য জানিয়েছেন, ওই চিঠিতে কারা পুরভোটে প্রার্থী হতে পারবেন তা পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পুরসভায় স্বাস্থ্যকর্মী হিসেবে যাঁরা দৈনিক বা মাসিক সাম্মানিক পেয়ে থাকেন, তাঁরা ভোটে প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে তাঁদের পদত্যাগ করতে হবে। সবই খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া একই পুরসভায় একাধিক আসনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়ে দিয়েছে কমিশন। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার সেগুলির চূড়ান্ত পরীক্ষা করা হবে।

Latest article