কাজের ফাঁকে পরিযায়ী পাখির টানে মেয়র

শীত পড়তেই সুদূর সাইবেরিয়া থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ ও গাজলডোবার তিস্তা ব্যারেজে ভিড় জমায় কয়েক লক্ষ বিদেশি পাখি।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: পুরনিগমের কাজ সামলে একবারে অন্য মেজাজে দেখা গেল শিলিগুড়ির মেয়রকে। দূরবিন এবং ক্য্যামেরা নিয়ে পরিযায়ী পাখি দেখতে বেরিয়ে পড়লেন মেয়র গৌতম দেব। শীত পড়তেই সুদূর সাইবেরিয়া থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ ও গাজলডোবার তিস্তা ব্যারেজে ভিড় জমায় কয়েক লক্ষ বিদেশি পাখি।

আরও পড়ুন-মোদিরাজ্যে ধ.র্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রাক থেকে ঝাঁপ!

রংবেরঙের বিভিন্ন ধরনের পাখি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় বহু মানুষ। প্রতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেও পাখি দেখতে যান। বৃহস্পতিবার ভোরে মেয়র ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পাখি দেখতে গিয়ে ছিলেন। তবে আগের থেকে পাখির সংখ্যা অনেকটাই কমে যাওয়ায় মন খারাপ মেয়রের। তাই মেয়র গৌতম দেব বলেন, প্রতিবার পরিযায়ী পাখি আসে। দেখতেও আসি। এবার পাখির সংখ্যা কম। আসলে কিছুদিন আগে সিকিমের তিস্তায় যে বিপর্যয় হয়েছিল এখানেও জলস্তরে তার প্রভাব বিস্তার করেছে। পাখি দেখলাম দেখে মনে হল অনেক কম। আসলে জায়গায় জায়গায় সিলটেশন হয়েছে তাই জলে অনেক মাটি জমেছে। এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে। এর জন্য মেয়র কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। কারণ তিনি বলেন, যেখানে সেখানে কেন্দ্রীয় সরকার যত্রতত্র ড্যাম্প করেছে হাইড্রোল প্রোজেক্টের জন্য। একটা ব্যালান্স করে করা উচিত।

Latest article