নতুন প্রতিভা তুলে আনুন : সুব্রত বক্সি

উদীয়মান শিল্পীদের নিয়ে সূচনা শ্যামনগর উৎসবের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী সাংস্কৃতিক উৎসবের জোয়ার এসেছে। এই জোয়ারকে বন্ধ হতে দেবেন না। শ্যামনগরের এই উৎসবকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। শ্যামনগর উৎসবকে ঘিরে শ্যামনগরবাসীর উৎসাহ-উন্মাদনা তুঙ্গে থাকে। এই উৎসবেই কাঁচরাপাড়া থেকে বারাকপুরের উদীয়মান শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।

আরও পড়ুন-রাহুল-খাড়্গের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোনের

অভিভাবকদের হাত ধরে উদীয়মান শিল্পীরা আগামীর পথে এগিয়ে যাক। তারা রাজ্যের সুনাম বহন করে নিয়ে আসুক। উদীয়মান শিল্পীদের নিয়ে সূচনা শ্যামনগর উৎসবের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন। বৃহস্পতিবার থেকে শুরু হল ১৬তম শ্যামনগর উৎসব। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গুড়দহ কল্যাণ সংঘের মাঠে উৎসবের শুভ সূচনায় হাজির ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এছাড়া হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার। এবারে উৎসবে সাত হাজার শিল্পী অংশ নেবে। এটাই উৎসবের সার্থকতা। শ্যামনগর উৎসবের মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্যরা।

Latest article