চলবে ১০-১৪ জানুয়ারি, ঘোষণা ব্রাত্য বসুর, শুরু হচ্ছে লিটল ম্যাগাজিন মেলা

অনুষ্ঠান চলবে একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং অবনীন্দ্র সভাঘরে। অর্পণ করা হবে ১২টি সাহিত্য সম্মাননা।

Must read

প্রতিবেদন : ১০-১৪ জানুয়ারি রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন (Little magazine) মেলা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলন জানালেন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু। ১০ জানুয়ারি একতারা মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কেন্দ্র দেয়নি স্বাস্থ্যখাতে, কোষাগার থেকে ১৩০০ কোটি টাকা রাজ্যের

উপস্থিত থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলায় অংশ নেবে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৪৬০টি লিটল ম্যাগাজিন। কবিতা পাঠের আসরে অংশ নেবেন ৬১২জন কবি। ১৪৪ জন গদ্যকার গদ্যের জন্মকথা বিষয়ক আলোচনা করবেন। আয়োজন করা হয়েছে ১০টি আলোচনা সভা ও সাহিত্য আড্ডার। ৮জন নবীন- প্রবীণ গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। সব মিলিয়ে প্রায় ৮০০ কবি-সাহিত্যিক-লেখক অংশ নেবেন। অনুষ্ঠান চলবে একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং অবনীন্দ্র সভাঘরে। অর্পণ করা হবে ১২টি সাহিত্য সম্মাননা।

আরও পড়ুন-মোদিরাজ্যে ধ.র্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রাক থেকে ঝাঁপ!

প্রকাশিত হবে কবিতা পুস্তিকা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণে ‘ফিরে দেখা’ স্মারক গ্রন্থ। সাংবাদিক সম্মেলনে আকাদেমির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সুবোধ সরকার, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে, প্রসূন ভৌমিক প্রমুখ। মেলার আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।

Latest article