কেন্দ্র দেয়নি স্বাস্থ্যখাতে, কোষাগার থেকে ১৩০০ কোটি টাকা রাজ্যের

একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষের মাথার ছাদ- পেটের ভাত কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

Must read

প্রতিবেদন : একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষের মাথার ছাদ- পেটের ভাত কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে তাঁদের বঞ্চিত করার ছক কষা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশনের কোটি কোটি টাকা আটকে রেখে বাংলাকে বিপাকে ফেলতে চাইছে নরেন্দ্র মোদির সরকার।

আরও পড়ুন-মোদিরাজ্যে ধ.র্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রাক থেকে ঝাঁপ!

কেন্দ্রের এই অপচেষ্টার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের যে টাকা মেটানোর কথা, তা রাজ্যের কোষাগার থেকে দিয়ে ১১ কোটি বঙ্গবাসীর স্বাস্থ্য পরিষেবা সচল রেখেছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশন খাতে প্রায় ১৬০০ কোটি টাকা খরচ হয়েছে। খাতায় কলমে এর ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের। অথচ কার্যক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মাত্র ২৮০ কোটি টাকা। বাকি ১৩০০ কোটি টাকা মিটিয়েছে রাজ্য। অর্থাৎ, রাজ্য তাদের নির্ধারিত অর্থের দ্বিগুণেরও বেশি খরচ করেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই সফল ভাবমূর্তিতে ধাক্কা দেওয়াই ছিল মোদি সরকারের লক্ষ্য। এখানেই মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার প্রমাণ মিলেছে। তিনি জাতীয় স্বাস্থ্য মিশনের গুরুত্ব অনুধাবন করে রাজ্যের কোষাগার থেকেই যতটা সম্ভব অর্থের জোগান দিয়ে গিয়েছেন। মুখের উপরে জবাব দিয়েছেন দিল্লিকে।

Latest article