বিশ্বকাপ নিয়ে বৈঠক হল দূতাবাসের সঙ্গেও, জোর প্রস্তুতি ইডেনে

বিশ্বকাপ নিয়ে বৈঠক হল দূতাবাসের সঙ্গেও, জোর প্রস্তুতি ইডেনে

Must read

প্রতিবেদন : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে কলকাতায়। ইডেন গার্ডেন্সে ভারতের একটিই ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শুধু অংশগ্রহণকারী দলই নয়, তাদের দেশের ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপের ম্যাচ দেখতে আসবেন কলকাতায়। বিশ্বকাপের আগে ইডেন ও শহরের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে জরুরি বৈঠক হয়। পুলিশ কর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা।

আরও পড়ুন-এএফসি কাপে ক্লোজড ডোর ম্যাচের ভাবনা মোহনবাগানের

লালবাজারের এই বৈঠকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে-সহ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, ইতালি, রাশিয়া, নেপাল, জাপানের কলকাতা দূতাবাসের শীর্ষকর্তারা হাজির ছিলেন। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য অন্যান্য দেশের নাগরিকরা শহরে আসবেন। তাঁদের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, সেটাই চান দূতাবাসের কর্তারা। পাশাপাশি খেলার আগে ও খেলা চলাকালীন পুলিশের তরফে কী কী বিধিনিষেধ থাকবে, বিভিন্ন বিষয়ে কীভাবে অনুমতি আদায় করতে হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
এদিকে, সিএবি তাদের অনুমোদিত ক্লাবগুলিকে ম্যাচ প্রতি প্রায় ২০ হাজার বিনামূল্যের টিকিট দেবে। তবে সদস্যদের টিকিট বন্টন নিয়ে জট এখনও কাটেনি।

Latest article