বঙ্গ

ব্রাত্য বসু ও এসএসসি চাকরিপ্রার্থী বৈঠক ইতিবাচক, জানালেন এসএসসি আন্দোলনকারীদের অন্যতম মুখ শহিদুল্লা

সোমবার বিকাশ ভবনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এসএসসি আন্দোলনকারীদের অন্যতম মুখ শহিদুল্লা। তিনি বলেন, “আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমারা ৮জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলাম। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে। মেধাতালিকাভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রার্থীদের সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।”

আরও পড়ুন-‘বিরোধীশূন্য ভারত গড়ার লক্ষ্যেই এই সব করছে গেরুয়া শিবির’ বিমানবন্দর উপদেষ্টা কমিটিতে শুভেন্দু-সুকান্তর নাম নিয়ে বিজেপিকে নিশানা সুখেন্দুশেখরের

তাহলে কি আপনারা আন্দোলন তুলে নিচ্ছেন? এ প্রশ্নের উত্তরে শহিদুল্লা জানান, “নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত
আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলবে।” কোনও আইনি জটিলতা কি নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে? শহিদুল্লার সাফ জবাব, “আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই।”

আরও পড়ুন-ব্রিটিশ থেকে মোদি বাঙালিকে অপমান করা চলছে

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সরকারিভাবে প্রথমবার এই বৈঠক হয়েছে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। আমরা এ বিষয়ে আন্তরিক। তবে আইনি দিক খতিয়ে দেখে সমস্ত ব্যবস্থা করা হবে। সবকিছু আমাদের হাতে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সরকার ও মুখ্যমন্ত্রীর চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতি আছে। আমাদের দিক থেকে যতটা সম্ভব করা হবে। নতুন করে পোস্ট বাড়াতে হলে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অনুমতি লাগবে।”

ঠিক কত সংখ্যক পোস্ট এখনও পর্যন্ত নিয়োগের জন্য রয়েছে? শিক্ষামন্ত্রী জানান, “কোনও সংখ্যা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়। SSC কর্তৃপক্ষকে বলেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”

আরও পড়ুন-পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের

তবে এদিন ব্রাত্য বসু স্পষ্ট করেন, তাঁরা চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। আলোচনা এগোচ্ছে। কিন্তু এখনই কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নিয়োগ জট কিভাবে খুলবে এখনই বলা যাচ্ছে না। তবে এই জট খুলতে সরকার সম্পূর্ণরূপে উদ্যোগী। সার্ভার রুম না খোলা পর্যন্ত সঠিক সংখ্যা SSC’র পক্ষেও বলা সম্ভব হচ্ছে না। পুরো বিষয়টি যাতে স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে সেই বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।”

এদিকে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরিপ্রার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের অবস্থান ধর্ণা চলবে। এ প্রসঙ্গে ব্রাত্য বসুর প্রতিক্রিয়া, “আন্দোলন করা না করা ওদের গণতান্ত্রিক অধিকার।”

আরও পড়ুন-মন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি

প্রসঙ্গত, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৫০০ দিনেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন ২০১৬ সালের এসএসসি চাকরি প্রার্থীরা। গত ২৯ জুলাই ক্যামাক স্ট্রিটের দফতরে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই জানা যায়, আগামী ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সেই মতোই এদিন রাজ্য শিক্ষা দফতর বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ শিক্ষা দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

10 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

30 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago