সংবাদদাতা, কাটোয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন। দুর্নীতির সঙ্গে দল যে আপস করে না, ফের প্রমাণিত মঙ্গলকোটে। এখানকার ভাল্যগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের টাকা নিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-মোরবি : হাইকোর্টের নজরদারিতেই তদন্ত
জেলা প্রশাসনের কাছে ওই পঞ্চায়েতের বিতর্কিত টেন্ডার বাতিলের আবেদন করাই শুধু নয়, তোলাবাজিতে অভিযুক্ত দলের নেতা-কর্মীদের শোকজ করার সিদ্ধান্তও হয়েছে বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নই আমাদের পুঁজি। সেই প্রক্রিয়াকে যে বা যারা ব্যাহত করবে, তিনি যে-ই হোন, দল রেয়াত করবে না।’ ভাল্যগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজের জন্য ৪২ লাখ টাকার যে টেন্ডার ডাকা হয়েছিল, তা বাতিল করে পঞ্চায়েত অফিসের বদলে বিডিও অফিসের মাধ্যমে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার আবেদন করেছে দল।
আরও পড়ুন-ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১, জখম বহু
রবীন্দ্রনাথ বলেন, ‘টেন্ডার কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত বলে অভিযোগ উঠেছে, মঙ্গলকোটের বিধায়ককে বলা হয়েছে, তাদের শোকজ করে রিপোর্ট জমা দিতে।’ রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করবে দল। মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরি বলেন, ‘দল কোনওরকম অন্যায় বা তোলাবাজিকে প্রশ্রয় দেবে না। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। পুলিশও অভিযোগের তদন্তে নেমেছে।’