সুমন করাতি : চারশো বছরের পুরনো হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে এই প্রথম মধ্যরাতের প্রার্থনার সময় বদল হল। রাত বারোটার বদলে হল রাত সাড়ে দশটায়। বাংলার প্রথম এই গির্জায় বড়দিন উপলক্ষে প্রতি বছর ২৪ ডিসেম্বর রাত ১২টায় ‘মিডনাইট প্রেয়ার’ হয়। গত বছর করোনার জেরে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও গির্জার সদস্যদের জন্য ঠিক রাত বারোটায় প্রার্থনা শুরু হয়।
আরও পড়ুন-শিলিগুড়ির পুরভোটে প্রস্তুতি শুরু তৃণমূলের
এ বছরই প্রথম সময় এগিয়ে এনে রাত সাড়ে দশটায় এই প্রার্থনা হল, বলে জানান গির্জার ফাদার জনি। বলেন, এই প্রথম বড়দিনে মধ্যরাতের প্রার্থনার সময়সূচি বদলাল। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি নাইট কার্ফু নেই, তবুও কেন প্রার্থনার সময় বদল? ফাদার জানালেন, মিডনাইট প্রার্থনায় সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও গির্জার সদস্য ছাড়াও খ্রিস্টধর্মের মানুষদের অবাধ প্রবেশ থাকবে।
আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে থাকবে না বিজেপি
কোভিডের মধ্যে তাঁদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে সময় এগিয়ে আনা হল। একই সময়ে গির্জার তিন জায়গায় মধ্যরাতের প্রার্থনা হল। গির্জাচত্বরে আরও দুটো অস্থায়ী উপাসনাকক্ষ করা হয়েছিল। ভিড়ের জন্য ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সাধারণের জন্য গির্জা বন্ধ থাকবে। গির্জার মাঠেও নিষেধাজ্ঞা থাকছে। ফটকের সামনেই প্রভু যিশুর জন্মস্থল হিসাবে সুসজ্জিত গোশালা তৈরি করা হয়েছে, সাধারণের জন্য।