সংবাদদাতা, ঝাড়গ্রাম : গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হওয়া আকাশমণির প্রায় ছয় বিঘা বাগান আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলেবেড়া থানার পাচরুখি গ্রামে। ঘটনায় চারিদিকে যেমন নিন্দার ঝড় উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিদের শাস্তির দাবিতে সরব হয়েছেন মানুষজন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আকাশমণির বাগানে আগুন লাগার ঘটনা টের পান পাঁচরুখি গ্রামের গ্রামবাসী দিব্যেন্দু সাঁতরা, সুব্রত জানাদের মতো কয়েকজন গ্রামবাসী।
আরও পড়ুন-বিজেপি নেতার জমি থেকে বাজেয়াপ্ত সিরাপ
তাঁরাই উদ্যোগ নিয়ে আগুন নেভানো চেষ্টা করে ব্যর্থ হন। খবর দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে। কিন্তু আগুন নেভানোর আগে পুড়ে সব শেষ হয়ে যায়। জানা গিয়েছে, ২০১৯-২০ নাগাদ পঞ্চায়েতের উদ্যোগে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে ওই বাগান গড়ে তোলা হয়। পাঁচরুখি গ্রামের চারজনের জমিতে এই আকাশমণি গাছের বাগান তৈরি করা হয়। আর সেই বাগানে এদিন কোনও অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। প্রায় ছয় বিঘা বাগান ক্ষতির আশঙ্কা করছেন বাগানের চাষিরা।
আরও পড়ুন-মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার চেক
গ্রামবাসীরা জানাচ্ছেন, আগুনের ধোঁয়া দেখতেই তাঁরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। খাড়বান্দি অঞ্চলের পাঁচরুখি গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য সঞ্চিতা জানা বলেন, চাষিরা আমার কাছে এসে জানিয়েছে, গাছগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসনকে জানাব যারা একাজ করেছে তাদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।