সংবাদদাতা, এগরা : কথা রাখলেন এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি (MLA Tarun Kumar Maity) । প্রতিশ্রুতি রক্ষার জন্য বিধায়ককে (MLA Tarun Kumar Maity) সংবর্ধিত করলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের অভাব–অভিযোগ জেনে তা সমাধানের জন্য গত ৩ আগস্ট অনলাইনে ‘টক টু এমএলএ’ অনুষ্ঠান শুরু করেছিলেন তরুণ। সেদিন ফোনে এগরার সরিষা গ্রামের দেবাশিস গুছাইত বিধায়ককে জানিয়েছিলেন, মিরগোদা থেকে পানিপারুল পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার পাশে ওড়িশা কোস্ট ক্যানেলের একটি খাল রয়েছে। তার উপরে একটা সেতু খুব জরুরি। কারণ এলাকাবাসীর স্কুল থেকে হাসপাতাল, সর্বত্র যেতে বেশ সমস্যা হচ্ছিল। ভাঙা সেতু পেরোতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটেছে। সমস্যাটি জেনেই সমাধানে উদ্যোগী হন বিধায়ক। সেচ দফতর সেতুটি পুননির্মাণ করে দেয়।
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন চত্বরে শুরু হল করোনা পরীক্ষা