প্রতিবেদন: ফিরল শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। তবে হাওয়া অফিস এরই মধ্যে দিয়েছে নিরাশার বাণীও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার ও আজ শুক্রবার পারদ নামলেও শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন-এবার ভারতকে কটাক্ষ রামিজের
পশ্চিম হিমালয়ে পশ্চিমীঝঞ্ঝা আসার কারণে দু-তিনদিন পর উত্তুরে হাওয়া ফের সক্রিয়তা হারাবে। তাতে ফের রাজ্যে একধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে।
আরও পড়ুন-সেরার দৌড়ে সূর্য ও স্মৃতি
দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় পথ প্রশস্ত হয়েছে উত্তুরে হাওয়ার। তাই বঙ্গে ফের হু-হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরে গত মঙ্গলবারের তুলনায় আজ, বৃহস্পতিবার একধাক্কায় ৬ ডিগ্রি তাপমাত্রা কমেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।