টেটের দ্বিতীয় ইন্টারভিউ ১০ই

আগামী ১০ জানুয়ারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্যে টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Must read

প্রতিবেদন : আগামী ১০ জানুয়ারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্যে টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, এই পর্বেও কলকাতার প্রাথমিক স্কুলগুলির জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। দ্বিতীয় পর্বে ২৮২ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে।

আরও পড়ুন-শীতের আমেজ স্থায়ী নয়, ফের বাড়বে তাপমাত্রা

প্রাথমিকে নিয়োগের প্রথম দফায় ২০০ জনের পর এবার দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, আগের মতোই ইন্টারভিউয়ের জন্য দিনক্ষণ-সহ অন্যান্য তথ্য প্রার্থীদের মেল করে জানিয়ে দেওয়া হবে। যে সব নথি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে, তার মধ্যে রয়েছে, টেটের অ্যাডমিট কার্ড, টেট পাশের তথ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি। গত ২৭ ডিসেম্বর প্রথম পর্বে ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল।

Latest article