সংবাদদাতা, শান্তিপুর : পরিবেশকে দূষণমুক্ত করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প। ইতিমধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটি পুরসভাকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো শান্তিপুর পুরসভাতেও শুরু হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্পের কর্মসূচি।
আরও পড়ুন-স্টেট ব্যাঙ্কের গ্রামীণ শাখায় গরির মানুষের, জমানো টাকা লোপাট
বুধবার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বার্তা-সহ বালতি দেওয়ার কর্মসূচি পালন করলেন নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনন্যা ঘোষ ও তাঁর স্বামী প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ। বিভাস বলেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে বাড়ির আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য বালতি তুলে দিই। মঙ্গলবার ওয়ার্ডের মানুষদের নিয়ে সচেতনতা শিবির করা হয়। সেইমতো বুধবার বালতি দেওয়ার কর্মসূচি করা হল। আমাদের একটাই লক্ষ্য, পরিবেশকে দূষণমুক্ত করা।