শহরে ডিএইচএফসি-র কোচ, বিমানবন্দরে জনজোয়ার, নতুন ক্লাব নিয়ে স্বপ্ন কিবুর

মোহনবাগান কোচ হিসেবে কল্যাণীতে যেদিন আই লিগ জিতেছিলেন সেদিন সবুজ-মেরুন সমর্থকদের আবেগের বিস্ফোরণ দেখেছিলেন।

Must read

প্রতিবেদন : মোহনবাগান কোচ হিসেবে কল্যাণীতে যেদিন আই লিগ জিতেছিলেন সেদিন সবুজ-মেরুন সমর্থকদের আবেগের বিস্ফোরণ দেখেছিলেন। কল্যাণী থেকে কলকাতায় ফিরে ক্লাব তাঁবুতে উৎসবের ছবি আজও তাঁর স্মৃতির মণিকোঠায়। সুদূর স্পেন থেকে ফের নিজের প্রিয় শহরে ফিরলেন কিবু ভিকুনা। আবারও স্প্যানিশ কোচকে ঘিরে আবেগের বিস্ফোরণ দেখল কলকাতা। এবার তাঁর পুরনো শহরে নতুন দলকে কোচিং করাবেন। কিবু এবার ডায়মন্ড হারবার এফসি-র চিফ কোচ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কলকাতা লিগের প্রথম ডিভিশন লিগে খেলবে।

আরও পড়ুন-দূষণমুক্ত নির্মল বাংলা গড়তে উদ্যোগী পুরসভা

বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন ডায়মন্ড হারবার এফসি-র নতুন কোচ। সস্ত্রীক কিবুকে স্বাগত জানাতে তখন বিমানবন্দরে জনজোয়ার। কয়েক হাজার সমর্থক ক্লাবের পতাকা হাতে নিয়ে, স্লোগান তুলে কোচকে স্বাগত জানান। পৌঁছে যান ক্লাব কর্তারাও। ডায়মন্ড হারবার এফসি-র সচিব হিসেবে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্প্যানিশ কোচকে। ক্লাবের শীর্ষকর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়ও উত্তরীয় পরিয়ে দেন কিবুকে। এত ভালবাসা, আবেগ দেখে অবাক স্প্যানিশ কোচ। বিমানবন্দরে দাঁড়িয়ে আবেগাপ্লুত কিবু বলেই ফেলেন, ‘‘এত মানুষ আমাকে স্বাগত জানাতে আসবে ভাবতেই পারিনি। আমি বিস্মিত। সিটি অফ জয়— কলকাতায় ফেরার অনুভূতি সব সময় আলাদা রকম। এই শহরের মানুষের ফুটবল নিয়ে আবেগের তুলনা হয় না। আমি সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। ওদের প্রতি আমি কৃতজ্ঞ।’’ হোটেলে প্রবেশের পরও কিবুকে জমকালো অভ্যর্থনা দেওয়া হয়।

আরও পড়ুন-স্টেট ব্যাঙ্কের গ্রামীণ শাখায় গরির মানুষের, জমানো টাকা লোপাট

শহরে এসেই ডায়মন্ড হারবার দল নিয়ে পরিকল্পনা জানিয়ে দিলেন কিবু। বললেন, ‘‘ডিএইচএফসি-র অংশ হতে পেরে খুব ভাল লাগছে। উদীয়মান ফুটবলারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। ধাপে ধাপে এগোতে চাই আমরা। কলকাতা প্রথম ডিভিশন লিগে আমরা সেরাটা দিতে চাই। আমাদের ভাল দল। প্রথম লক্ষ্য, প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে পৌঁছে যাওয়া।’’
বৃহস্পতিবার অনুশীলন নেই। কিন্তু হোটেলে গোটা দলের সঙ্গে মিলিত হয়ে নিজের পরিকল্পনা জানাবেন কিবু। শুক্রবার থেকে বিধাননগর পুরসভার মাঠে দল নিয়ে অনুশীলনে নামবেন স্প্যানিশ কোচ।

Latest article