জিএসটি আদায় কম

অর্থ মন্ত্রক, জানিয়েছে মে মাসে আদায় করা ১ লক্ষ ৪০ হাজার ৮৮৫ কোটি টাকার মধ্যে ২৫০৩৬ কোটি টাকা এসেছে সিজিএসটি হিসেবে।

Must read

এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশে জিএসটি আদায় ১৬ শতাংশ কমল। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ ১ লক্ষ ৪০ হাজার ৮৮৫ কোটি টাকা সংগৃহীত হয়েছে। যা এপ্রিলের আদায়কৃত টাকার থেকে ১৬ শতাংশ কম। তবে ২০২১ সালের মে মাসের হিসেবে দেখতে গেলে চলতি বছরের মে মাসে জিএসটি আদায় ৪৪ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন-শহরে ডিএইচএফসি-র কোচ, বিমানবন্দরে জনজোয়ার, নতুন ক্লাব নিয়ে স্বপ্ন কিবুর

অর্থ মন্ত্রক, জানিয়েছে মে মাসে আদায় করা ১ লক্ষ ৪০ হাজার ৮৮৫ কোটি টাকার মধ্যে ২৫০৩৬ কোটি টাকা এসেছে সিজিএসটি হিসেবে। এসজিএসটি বাবদ সংগৃহীত হয়েছে ৩২০০১ কোটি টাকা। আইজিএসটি হিসেবে এসেছে ৭৩৩৪৫ কোটি টাকা। যার মধ্যে সেস হিসেবে পাওয়া গিয়েছে ১০৫০২ কোটি টাকা এবং পণ্য আমদানি কর হিসাবে আদায় হয়েছে ৩৭৪৬৯ কোটি টাকা। মনে করা হচ্ছে দেশের শিল্প ক্ষেত্রে মন্দার কারণেই জিএসটি আদায় কমেছে।

Latest article