সংবাদদাতা, হাওড়া : শহরের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সক্রিয় করতে উদ্যোগী হল হাওড়া পুরসভা। কীভাবে এই কাজ করা হবে, তা পর্যালোচনা করতে হাওড়া পুরসভার উপপ্রধান সৈকত চৌধুরির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন পুর আধিকারিকরা। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত পুরসভার অধীনে ১২২টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। এখনও পর্যন্ত পুরসভার অধীনে মোট ৭০৩টি স্বনির্ভর গোষ্ঠী হয়েছে। এই গোষ্ঠীর মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে পুরসভা।
আরও পড়ুন-সাইক্লোনে মৃত ৩৫০
দুর্গাপুজোয় বড় মণ্ডপচত্বরে তাদের তৈরি সামগ্রীর স্টল, বিভিন্ন মেলায় তাদের অংশগ্রহণ, সরকারি অফিসে তাদের তৈরি খাবার পরিবেশনের মতো একাধিক ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হাওড়া পুর এলাকার সমস্ত সরকার পোষিত স্কুলের পড়ুয়ার ইউনিফর্ম তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এরকম প্রায় ১ লাখ ৪০ হাজার পোশাক তৈরি করছেন তাঁরা। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। উপপ্রধান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক দিক দিয়ে আরও স্বাবলম্বী করতে একাধিক উদ্যোগ নিচ্ছি। এদিনের বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশ কিছু সিদ্ধান্তও হয়েছে। সেগুলি দ্রুত কার্যকর করা হবে।