জঙ্গলমহলে হল বেলিয়াবেড়া থানার নতুন ভবন

তিনতলা নতুন ভবন হল। স্কুলছাত্রীদের হাতে উপহার, স্থানীয় মানুষদের কম্বল দেওয়া হয়। মানুষের পরিষেবা পেতে অসুবিধা হবে না।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বৃহস্পতিবার জঙ্গলমহলের বেলিয়াবেড়া থানার নতুন ভবনের দ্বারোদঘাটন করেন এসপি অরিজিৎ সিনহা। ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, ওসি সুদীপ পালোধি-সহ অন্যান্য আধিকারিকেরা। জঙ্গলমহলে শান্তি বজায় রাখতে নিরলস কাজ করে চলেছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন-গুড় গড়তে শ্রম বেশি আয় কম, শীতেও দেখা নেই শিউলিদের

এলাকার দরিদ্র পরিবারগুলিকে শীতবস্ত্র, মেধাবী ছাত্রছাত্রীদের কোচিং ক্লাস, পুষ্টিকর খাবার বিলি, যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার সুযোগ পেতে প্রশিক্ষণ-সহ বছরভর নানা কর্মসূচি পালন করে এখানকার পুলিশ। সেই পুলিশ প্রশাসনের থাকার জায়গা অর্থাৎ থানা বিল্ডিংকে নতুন রূপ দেওয়া হচ্ছে ধীরে ধীরে। আগে বেলিয়াবেড়া থানা ছোট বাড়িতে ছিল। তিনতলা নতুন ভবন হল। স্কুলছাত্রীদের হাতে উপহার, স্থানীয় মানুষদের কম্বল দেওয়া হয়। মানুষের পরিষেবা পেতে অসুবিধা হবে না।

Latest article