বছর শেষে পারদ নামলেও নতুন বছরে রাজ্যজুড়ে শীতের (Winter) আমেজ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম । শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল অর্থাৎ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন হার ছিল ৫৩ শতাংশ ছিল। আজ সকাল ৭টা নাগাদ দমদম ও উত্তরে তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি ছিল।
আরও পড়ুন-দার্জিলিংয়ে গবেষণাকেন্দ্রে আ.গুন
বুলেটিন অনুযায়ী, ৪ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মত থাকবে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। ৩রা জানুয়ারি, আজ, বুধবার, দক্ষিণের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই কুয়শা বেশি থাকবে। ৫ জানুয়রি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। দু’দিন পর থেকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।