ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সং.ঘর্ষ, মৃ.ত ১৪

শীতের মরশুমে চলছে পিকনিকের (Picnic) আমেজ। কিন্তু অসমের (Assam) দেরগাঁয়ে সেই পিকনিক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ল

Must read

শীতের মরশুমে চলছে পিকনিকের (Picnic) আমেজ। কিন্তু অসমের (Assam) দেরগাঁয়ে সেই পিকনিক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ল। ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ২৭ জন। সূত্রের খবর, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। আজ, ভোর পাঁচটা নাগাদ উল্টো দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাকের সঙ্গেমুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতদের অবস্থা বেশ গুরুতর। দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকের মৃত্যু হয়েছে। আহতদের দেরগাঁও সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন-নতুন বছরে শহরজুড়ে শীতের আমেজ 

গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ এই বিষয়ে জানান, ‘জাতীয় সডকের একপাশে রাস্তা মেরামতের কাজ চলছিল তাই দুদিক থেকে যানবাহন ডিভাইডারের অন্য পাশ ব্যবহার করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল, তারপরেই বাসটিকে ধাক্কা দেয়।’ বাসের যাত্রীদের বেশিরভাগ ভারালুখুয়া গ্রামের। গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং জানিয়েছেন , ‘বাস ও ট্রাক থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ২৭ জনের মধ্যে দুজন মারা গেছেন। গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করা হবে।’

Latest article