প্রতিবেদন : শ্রমিকদের সব সমস্যার সমাধানে জলপাইগুড়ি জেলায় আগামী ১০ সেপ্টেম্বর শনিবার সম্মেলন হবে। ১১ সেপ্টেম্বর রবিবার মালবাজারের আরআর স্কুলের মাঠে বেলা ১টায় হবে সমাবেশ । সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা-বলয়ে এরই প্রস্তুতি চলছে জোরকদমে। সম্মেলন এবং সামাবেশের খুঁটিনাটি নিয়ে আজ শুক্রবার বিকেল ৫টায় মালবাজারে আইএনটিটিইসির সাংবাদিক বৈঠক হবে।
আরও পড়ুন-সৌরশক্তিতে জল যাচ্ছে খয়রানি বস্তিবাসীর কাছে
হলদিয়া মডেলে চা-বলয়ে সম্মেলন ও সমাবেশে শ্রমিকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই তৈরি হবে সংগঠনের রূপরেখা। এমনটাই জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১২০০ চা-শ্রমিক এই সম্মলনে উপস্থিত থাকবেন। হলদিয়ার মতোই থাকবে কাঁচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দেবেন। লটারি করে নাম নির্বাচন করা হবে। নেতৃত্ব যাঁরা তাঁরা কিছু কথা বলবেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলবেন।
আরও পড়ুন-রুবেলা ভ্যাকিসন নিয়ে বৈঠক
পরের দিন অর্থাৎ ১১ তারিখ ওই সম্মেলনের নির্যাস নিয়েই চা-শ্রমিকদের এ-যাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মেলনেও চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়। বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাম জমানায় ও পরবর্তীতে বিজেপি শ্রমিকদের প্রলোভিত করেছে। কিন্তু কোনওভাবেই তাদের হাতে ন্যায্য পাওনা পৌঁছে দেয়নি।