আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনে বড় সমস্যায় পানামা খাল, জোর ধাক্কা পড়ল বিশ্ববাণিজ্যে

অর্পণ বর্ধন: জলবায়ু পরিবর্তনের জের। যার জেরে বিশ্ববাণিজ্যে বড়সড় ধাক্কা। চরম সমস্যার সম্মুখীন পানামা খাল। জলবায়ু পরিবর্তনের একাধিক সমস্যার কথা বিভিন্ন মহল থেকেই উঠে আসছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। দেখা যাচ্ছে, বিপদ আর বেশি দূরে নেই! এশিয়া থেকে আমেরিকায় পণ্য আমদানি-রফতানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খালেই এখন শয়ে শয়ে জাহাজ অপেক্ষমান। ট্রাফিক জ্যামে আটকে রয়েছে বিভিন্ন দেশের অসংখ্য মালবাহী জাহাজ।

আরও পড়ুন-যাত্রীদের নামাজের ব্যবস্থা করে বরখাস্ত : অপমানে আত্মঘাতী ইউপি-র বাসকর্মী

পানামার এমন দুরবস্থা আগে কবে দেখা গিয়েছিল তা কেউই মনে করতে পারছেন না। বহুদিন ধরেই এই জলপথে দুই মহাদেশের মধ্যে পণ্য বিনিময় হয়ে চলেছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশের নীতিগত অবস্থানের জন্য বিশ্ববাণিজ্যের অন্যতম এই পানামা খালের দু’ধারে এখন অপেক্ষমান জাহাজের ভিড়। জানা গিয়েছে, পানামা খালের দু’পাশে এক-এক সময়ে ২০০টিরও বেশি জাহাজ অপেক্ষা করছে। পানামা খাল পেরোতে গড়ে চারদিন থেকে অনেকক্ষেত্রে টানা ২০ দিনেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে!

আরও পড়ুন-চাঁদের বুকে পা রেখে, সূর্যের দিকে চোখ

বিশেষজ্ঞরা মনে করছেন, পানামা খালের দু’পাশে এভাবে জাহাজের মেলা বসার অন্যতম কারণ খালের জলস্তর ব্যাপকভাবে কমে যাওয়া। আর সেটা কমেছে মূলত জলবায়ুগত পরিবর্তন এবং তার জেরে ঘটা খরার কারণেই। এদিকে, পানামার আশপাশে ছড়িয়ে রয়েছে প্রায় ১৪০০ দ্বীপ। বেশিরভাগ দ্বীপেই মানুষের বসবাস। কিন্তু গত ৭০ বছরের মধ্যে এমন বিপজ্জনক খরার মুখে পড়তে হয়নি পানামার দ্বীপগুলিকে। অনুমান করা হচ্ছে, খরার কারণে ইতিমধ্যেই প্রায় ২০ কোটি ডলার ক্ষতি হয়েছে। অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তথা লেখক অ্যান্ড্রু থমাস জানিয়েছেন, যেহেতু যাত্রাপথ সীমাবদ্ধ, সেকারণেই কিছু কোম্পানিকে পণ্য, বিশেষত কন্টেনারগুলিকে অফলোড করতে বলা হয়েছে।

আরও পড়ুন-পায়ে পায়ে পাহাড়ে

সংবাদ সংস্থা রয়টার্সের মতে, পানামা খাল দীর্ঘসময় ধরে বিশ্ববাণিজ্য এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ১৪ হাজারেরও বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে৷ কন্টেনারগুলি উত্তর-পূর্ব এশিয়া এবং মার্কিন পূর্ব উপকূলের মধ্যে ৪০ শতাংশেরও বেশি ভোগ্যপণ্য পরিবহণ করে। নাব্যতা কমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। প্রভাব পড়ছে বিশ্ববাণিজ্যে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago