ভুল চুল কাটার খেসারত ২ কোটি

Must read

প্রতিবেদন : অবিশ্বাস্য৷ বিদেশের কোনও ঘটনা নয়, খাস দিল্লির৷ এক মডেলের অপছন্দের হেয়ার কাটিং করার দায়ে ক্রেতা সুরক্ষা কমিশন আইটিসি মৌর্য হোটেলের স্যালনকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে৷ জানা গিয়েছে, ২০১৮ সালের এপ্রিল মাসে আশনা রায় নামে এক মডেলের লম্বা চুল ছোট করে কেটে ফেলা ও ট্রিটমেন্টের সময়ে চুলের ক্ষতি করার অভিযোগে মামলা হয়৷

আরও পড়ুন-ছবি ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা নস্যাৎ

ওই মডেল কয়েকটি নামী পণ্যের চুল সংক্রান্ত বিজ্ঞাপন করতেন৷ অভিযোগ, তাঁর সুন্দর লম্বা চুল বিচ্ছিরিভাবে কেটে ফেলে তাঁকে আর্থিক ক্ষতির মধ্যে ফেলেছে স্যালন৷ তিনি কাজ হারিয়েছেন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন৷ মডেলের মামলার পরিপ্রেক্ষিতে কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন হোটেলকে ২ কোটি টাকা জরিমানা দিতে বলেছে৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে হোটেল৷

Latest article