রেলের অবহেলায় হাত হারালেন যাত্রী

বেড়াতে গিয়েছিলেন। বাডি় ফেরার পথে নগদ টাকা চুরি।

Must read

প্রতিবেদন : বেড়াতে গিয়েছিলেন। বাডি় ফেরার পথে নগদ টাকা চুরি। রুখতে গিয়ে ডানহাত খোয়ালেন এক পর্যটক। রেলের উদাসীনতায় কাটা হাত জোড়া লাগানো গেল না সময়মতো হাসপাতালে না পৌঁছনোর কারণে। পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন উত্তরপাড়ার তাপস মণ্ডল। সঙ্গে স্ত্রী-সহ ন’জন। ২৩ অক্টোবর ভোররাতে বর্ধমানে নেমে বর্ধমান-হাওড়া লোকালে ওঠেন। মগরা স্টেশনে তাপসবাবুর স্ত্রী মিতালির ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক দুষ্কৃতী।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার ও অনলাইন বিল্ডিং প্ল্যান অনুমোদনে এবার বাংলার ডবল স্কচ

তাপসবাবু ধাওয়া করলে ট্রেন থেকে লাফ দেয় ছিনতাইকারী। তাপসবাবুও লাফ দেন। ততক্ষণে ট্রেন চলতে শুরু করায় পড়ে যান। তারপর আর তাঁর কিছু মনে নেই। জ্ঞান ফিরল যখন দেখেন ডান হাত বাদ চলে গিয়েছে। স্ত্রী মিতালি ও অন্যরা চেন টেনে ট্রেন থামান। জ্ঞান ফেরার পর কাটা ডান হাত নিয়ে হাঁটতে হাঁটতে মগরা স্টেশনে আসেন তিনি। প্রায় কয়েক ঘণ্টা পেরনোর পর তাঁকে হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কাটা হাত লাগানোর নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। ফলে হাত হারালেন তাপস মণ্ডল।

Latest article