সুমন করাতি : কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছুদিন আগেই খুলেছে কালীঘাট মন্দির। সরকারি নির্দেশ মেনে চলছে পুজো। শনিবার সকালে সেখানে পুজো দিতে গিয়েছিলেন এক নাবালিকা। ফেরার সময় হঠাৎ তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে। মাথা ফেটে গুরুতর জখম হয় সে। পথচলতি মানুষ ভিড় জমান। মুহূর্তে উপস্থিত হন রিজার্ভ পুলিশের কর্মী। ওই নাবালিকাকে কোলে নিয়ে বেশ কিছু পথ ছুটে অ্যাম্বুল্যান্সে তুলে দেন তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হয় তার।
আরও পড়ুন-করোনায় প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আলমগীর
করোনার সময় শুধু আইন-শৃঙ্খলা নয়, পুলিশকে বিভিন্ন ভূমিকায় দেখেছে রাজ্যের মানুষ। কখনও গান গেয়ে সচেতনতা বার্তা প্রচার করেছেন তাঁরা। কখনও আবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় ঔষধ-পথ্য-খাবার। পথের মাঝে সমস্যায় পড়া পথচারীর সাহায্যে এগিয়ে এসেছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট-ওসি। সেই তালিকায় যুক্ত হল শনিবারের ঘটনা। পুলিশের ভূমিকায় আপ্লুত জখম নাবালিকার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।