Breaking: ২৮ জুলাই দিল্লির বঙ্গভবনে বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী

Must read

লক্ষ্য ২০২৪। সেই মর্মে ইতিপূর্বেই মোদি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূলের সমমনভাবাপন্ন বিরোধী দলগুলিকে এক ছাতার নীচে আসার আহ্বান আগেই করেছেন তৃণমূল সুপ্রিমো। আগামী সপ্তাহেই তিনি যাচ্ছেন দিল্লিতে। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম দিল্লি সফর।

আরও পড়ুন-কলকাতায় আসছে ত্রিপুরার তৃণমূলের প্রতিনিধি দল, মমতা-অভিষেকের সঙ্গে দেখা করবেন নেতারা

আগামী বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী আঠাশে জুলাই বুধবারেই দিল্লির বঙ্গভবনে বিশেষ বৈঠকে দলের সাংসদদের সঙ্গে মিলিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘরোয়া পরিবেশে আগামী দিনের সংসদীয় দলের কর্মসূচি এবং চলার পথ নিয়ে একপ্রস্থ আলোচনা সেরে নিতে চান তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন-ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, রয়েছে উত্তরপ্রদেশ-গুজরাতও!

কেন্দ্রে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিরোধী ঐক্য মঞ্চ গড়ে কিভাবে ২০২৪-কে সামনে রেখে এগোনো যায় তার একপ্রকার খসড়া ওই বৈঠকেই তৈরি হয়ে যাওয়ার কথা। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Latest article