উপত্যকায় ফের সাফল্য, সেনার গুলিতে ঝাঁঝরা দুই জঙ্গি

Must read

জম্মু-কাশ্মীরে সন্ত্রাস গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নিরাপত্তা বাহিনী। আর সেই লক্ষ্যে শনিবার ফের বড় সাফল্য পেল বাহিনী। বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁজরা হয়ে গেল উপত্যাকার মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি।

আরও পড়ুন-করোনায় প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আলমগীর

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবর পেয়ে এদিন বান্দিপোরায় শোখবাবা জঙ্গল এলাকায় অভিযান শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ ও আধাসেনা। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হতেই পিছু হটার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষন দুপক্ষের গুলির লড়াই চলার পর সেনার গুলিতে প্রাণ হারায় দু’জন জঙ্গি। মৃত ২ জঙ্গির কাছ থেকে ইতিমধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে। বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ওই জঙ্গলের মধ্যে। চলছে গুলির লড়াই।

আরও পড়ুন-এবার কি যখন তখন কাউকে গ্রেফতার? দিল্লি পুলিশকে বিশেষ আইন ব্যবহারের অনুমতিতে বাড়ছে সন্দেহ

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বারামুল্লা জেলার সোপোর এলাকায় দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খতম করতে সফল হয়েছিল সেনাবাহিনী। এরপর শনিবার ফের মিলল সাফল্য।

Latest article