প্রতিবেদন : মোহনবাগনের নতুন সভাপতি নিয়োগ নিয়ে ধীরে চলো নীতি নিল ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি। বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে নতুন কর্মসমিতির প্রথম বৈঠক ছিল। সেখানে ফুটবল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চার সহসভাপতির নাম চূড়ান্ত হল। আগের তিন সহসভাপতি মন্ত্রী অরূপ রায়, মলয় ঘটক এবং অসিত চট্টোপাধ্যায় পুরনো পদে পুনরায় মনোনীত হলেন। মোহনবাগান ক্লাবে নতুন সহসভাপতি হয়ে এলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। তিনি দীর্ঘদিন ধরে শতাব্দীপ্রাচীন ক্লাবের সদস্য এবং আদ্যন্ত মোহনবাগানপ্রেমী। বাকি দুই সহসভাপতির পদ আপাতত ফাঁকা রাখা হল। পরবর্তী কার্যকরী কমিটির বৈঠক হতে পারে ১৮ বা ১৯ এপ্রিল। ২৩ এপ্রিল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। তার মধ্যেই নতুন সভাপতি ও বাকি দুই সহসভাপতির নাম চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুন-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল
কো-অপ্ট সদস্য হিসেবে পিন্টু বিশ্বাস এলেন কার্যকরী কমিটিতে। কিন্তু সভাপতি নির্বাচন কেন ঝুলে থাকল? এই প্রশ্নের উত্তরে ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে। আমরা তাড়াহুড়ো করতে চাই না। মোহনবাগান ক্লাবের সভাপতি যিনিই হবেন, তাঁকে শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম হতে হবে। ক্লাবের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। তবে সভাপতি হিসেবে যোগ্য ব্যক্তির নামই আমরা জানাব।’’
আরও পড়ুন-মডেল পুরসভা তৈরি মূল লক্ষ্য কার্তিকের
সভাপতি হওয়ার দৌড়ে কি রয়েছেন টুটু বসু? জবাবে ধোঁয়াশা রেখে দেবাশিস বলেন, ‘‘টুটুদা টুটুদাই। টুটু বোস মোহনবাগান ক্লাবে কোনও একটা পদে সীমাবদ্ধ থাকতে পারেন না।’’ ক্লাব চালাতে শক্তিশালী সাব-কমিটিও এদিন গড়া হল। প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সাব-কমিটির সচিব নিযুক্ত হলেন রঞ্জন বোস। এই প্রথম কয়েকটি বিভাগের আহ্বায়ক নিয়োগ করা হল। এপ্রিলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। এদিন বৈঠকে সিদ্ধান্ত হল, ক্লাব সদস্যদের রয় কৃষ্ণদের ম্যাচ দেখার জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে। সদস্য কার্ড দেখিয়ে টিকিট নিতে পারবেন তাঁরা। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য বিদেশি কোচ নিয়োগ করবে ক্লাব। বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচেদের মাথায় থাকবেন সেই বিদেশি কোচ। এই পদে ব্যারেটোর কথাও ভাবা হতে পারে।
আরও পড়ুন-উন্নয়নের শপথ নিলেন দুই চেয়ারম্যান পার্কিং, নিকাশিতে জোর কৃষ্ণেন্দুর
মুম্বইয়ে কোচিংয়ে ব্যস্ততার মধ্যেই বুধবার ক্লাব তাঁবুতে আসেন সবুজ তোতা। নবনির্বাচিত কমিটি সদস্যদের সঙ্গে পরিচিত হন ব্রাজিলীয় তারকা। বন্ধু দেবাশিস ক্লাবের নতুন সচিব হওয়ায় তাঁকে অভিনন্দন জানান ব্যারেটো। এদিকে, এবার পয়লা বৈশাখের বারপুজোয় নতুন মাত্রা যোগ করতে চলেছে মোহনবাগান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মনোজ মুরলী নায়ার। থাকছে বাঙালির মজলিশি আড্ডাও। সেদিন সকালে ক্লাবে আসবেন রয় কৃষ্ণ, হুগো বোউমাসরা।