ফের মাসের প্রথম দিন বাড়ল রান্নার গ্যাসের দাম

আজ মাসের প্রথম দিন আর সেদিন বড় ধাক্কা খেল মধ্যবিত্তের সংসার। পকেটে একপ্রকার দাবানলই চলছে|

Must read

আজ মাসের প্রথম দিন আর সেদিন বড় ধাক্কা খেল মধ্যবিত্তের সংসার। পকেটে একপ্রকার দাবানলই চলছে| একলাফে ৫০ টাকা বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তিন রাজ্যের বিধানসভা ভোট শেষ হতেই বাড়ল রান্নার গ্যাসের ( LPG ) দাম। ৫০ টাকা বেড়ে কলকাতায় এখন ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা।

আরও পড়ুন-মুস্তাকের শহরেও নজরে পিচ

প্রসঙ্গত ৭ মাস পর রান্নার গ্যাসের দাম বাড়ল। বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৩৫২ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। এই বছরের শুরু থেকে দাম বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ে ২৪ টাকা করে বেড়েছিল। জানুয়ারি থেকেই ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। আবার নতুন করে দাম বাড়ল গ্যাসের। ২০২০ সালের ডিসেম্বরে, যেখানে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা এখানে আজ ২০২৩ সালের মার্চে দামের এত ফারাক স্বাভাবিকভাবেই নাভিশ্বাস তুলছে মধ্যবিত্তের।

Latest article