আর কয়েক ঘন্টার অপেক্ষা । কাল ২৩শে অগাস্ট ২০২৩, বুধবার চাঁদের মাটি ছুঁয়ে দেখবে ভারত (India)। ইতিমধ্যেই, বিশেষ একটি রাজনৈতিক দলকে নাম না করে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি টুইটবার্তায় জানান চন্দ্রযান ৩ মিশনে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদেরও অবদান রয়েছে।
আরও পড়ুন-‘ডাকলে সবাইকে পাব তো’ দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার করলেন মুখ্যমন্ত্রী
আজ, মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য একটা গর্বের ব্যাপার। ইসরোর এই দল ভারতের। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির সাক্ষ্য বহন করে। যে অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা। কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়’।
আরও পড়ুন-‘আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে’ কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা মুখ্যমন্ত্রীর
তিনি আরও লেখেন, ‘গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরাও এই অভিযানে অবদান রেখেছেন। চন্দ্রাভিযানকে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন, তাদের কঠোর শ্রমকে আমি সাধুবাদ জানাই’।
আরও পড়ুন-ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী
ইসরোর বিজ্ঞানীরা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি ছুঁতে চলেছে। চন্দ্রযান ২এর শেষ মুহূর্তের ব্যর্থতা কথা কেঊ ভোলে নি। তাই প্রতি মুহূর্তে গোটা দেশবাসী অভিযানের সাফল্য কামনায় প্রার্থনা করছে। উল্লেখ্য, বাঁকুড়ার ছাতনায় চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দৌলতে।
Chandrayaan-3 mission is a matter of pride for the entire nation!
The @isro team belongs to India. Their hard work is a testament of the country’s progress which has come from the people, scientists and economists, and not any political entity.
Scientists from across the…
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2023