প্যারাসিটামল কিনলে নামধাম লেখাতে হবে ক্রেতাকে, ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নজরদারি আসানসোলে

সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসানসোল পুরনিগম এলাকায়। মূলত ডেঙ্গি প্রতিরোধ করতে জেলা স্বাস্থ্য দফতরের এমন সিদ্ধান্ত।

Must read

সংবাদদাতা, আসানসোল : দোকানে গিয়ে ইচ্ছেমতো কেনা যাবে না না প্যারাসিটামল। কিনতে গেলে দিতে হবে নাম, ফোন নম্বর। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসানসোল পুরনিগম এলাকায়। মূলত ডেঙ্গি প্রতিরোধ করতে জেলা স্বাস্থ্য দফতরের এমন সিদ্ধান্ত। ফার্মাসি মালিক ও কর্মচারীদের বলা হয়েছে, প্যারাসিটামল বেশি মাত্রায় যদি কেউ কিনে থাকেন, তাহলে তাঁদের নাম এবং ফোন নম্বর নথিভুক্ত করাতে হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন-‘যে অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা, কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়’ টুইট মুখ্যমন্ত্রীর

আসানসোল পুরনিগম এবং জেলা স্বাস্থ্য দফতর প্রচণ্ড সতর্ক। রাস্তাঘাট সাফাইয়ের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। অনেকেই প্যারাসিটামল খেয়ে জ্বর কমিয়ে রাখার চেষ্টা করছেন। তাই বেশি মাত্রায় কেউ প্যারাসিটামল খেলে তাঁকে যাতে সহজে শনাক্ত করা যায়, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়েছিল।

Latest article