সম্প্রীতির রাখি বাঁধতে যুবকল্যাণ দফতরের উদ্যোগ, সাত লাখ রাখির বরাত পেল কালনা

এছাড়া শিল্পীদের দক্ষতা বাড়াতে উৎকর্ষ বাংলার উদ্যোগে ও কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় প্রশিক্ষণ শিবির রয়েছে

Must read

সংবাদদাতা, কাটোয়া : বাংলাকে সম্প্রীতির সুতোয় গাঁথতে ফি-বছর রাখিবন্ধন উৎসব পালন করে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতর। এবারও তারা রাজ্য জুড়ে ‘সংস্কৃতি দিবস’ পালন করবে রাখিবন্ধন উৎসবের মাধ্যমে। উৎসবের জন্য দরকার প্রচুর রাখির। সেজন্য ৬ লক্ষ ৭২ হাজার ‘জয় বাংলা’ রাখির বরাত পেল কালনার রাখি তৈরির সংস্থা ক্লাস্টার উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি। বিপুল বরাতে খুশি কারিগররা। তাঁরা কৃতজ্ঞতা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বরাত সামলাতে রাত জেগে ব্যস্ত শিল্পীরা।

আরও পড়ুন-প্যারাসিটামল কিনলে নামধাম লেখাতে হবে ক্রেতাকে, ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নজরদারি আসানসোলে

কালনার রাখির গুণমান খুবই উন্নত। এর চাহিদা রাজ্যের বিভিন্ন প্রান্তে। পাঠানো হয় বিদেশেও। এই কারণেই কালনায় গড়ে উঠেছে ছোট-বড় বিভিন্ন মাপের রাখি তৈরির কারখানা। পুরুষরা থাকলেও এই শিল্পের মূল কারিগর মহিলারা। সংসারের কাজ সামলে রাখি তৈরি করেন তাঁরা। ভাল আয়ও হয়। কালনা মহকুমায় রাখি তৈরির কারখানাগুলির সঙ্গে কয়েক হাজার দক্ষ ও অদক্ষ শিল্পী ও শ্রমিক যুক্ত। তাঁরা সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য দিয়ে রাখি তৈরি করেন।

আরও পড়ুন-‘যে অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা, কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়’ টুইট মুখ্যমন্ত্রীর

এছাড়া শিল্পীদের দক্ষতা বাড়াতে উৎকর্ষ বাংলার উদ্যোগে ও কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় প্রশিক্ষণ শিবির রয়েছে। কালনার শ্যামগঞ্জপাড়ার এই কর্মশালায় প্রশিক্ষিতরা তৈরি করছেন রাজ্য সরকারের বরাত পাওয়া ‘জয় বাংলা’ রাখি। সংস্থার সম্পাদক তপন মোদক বললেন, রাজ্য সরকার ছাড়াও খাদি দফতরের পক্ষ থেকেও ২ হাজার রাখির বরাত মিলেছে।

Latest article