প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা হবে না। পাশাপাশি রেশন নিয়ে কোনওরকম অভিযোগ এলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক বৈঠকগুলিতে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তাঁর সেই নির্দেশমতো এবার অভিযোগ পাওয়ামাত্র নেওয়া হল ব্যবস্থা।
আরও পড়ুন-মরশুমের শীতলতম দিন
রাজ্য সরকারের নিয়মানুসারে রেশন কার্ড-প্রতি ৫ কেজি করে চাল দেওয়া হয় গ্রাহককে। নিয়ম ভেঙে গ্রাহককে অর্ধেক সামগ্রী দেওয়ার অভিযোগ ওঠে পুরুলিয়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হাটের মোড় এলাকার রেশন ডিলার দুর্গাশঙ্কর দাসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে অভিযোগ জানান এক রেশন গ্রাহক। অভিযোগ পেয়েই সত্বর ব্যবস্থা নেওয়া হয় ওই ডিলারের বিরুদ্ধে। তাঁকে সাসপেন্ড করে খাদ্য ও সরবরাহ দফতর। গত শুক্রবার কিরণ দেবী খেড়িয়াকে কম রেশন দেন তিনি।