প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় (Voter List) নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোটদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলআপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তাঁর ভোটার তালিকায় থাকা কোনও তথ্যের পরিবর্তন করতে চান অর্থাৎ সংশোধন করতে চান সেক্ষেত্রে তাঁকে ৮ নম্বর ফর্ম ফিলআপ করতে হবে। ভোটার তালিকায় (Voter List) নাম পরিবর্তন, বয়স পরিবর্তন, ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য যেসব ছোটখাটো ভুল থাকে সেগুলি সংশোধন করে নেওয়া যাবে ৮ নম্বর ফর্ম ফিলআপ করে। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফিলআপ করতে হবে ৭ নম্বর ফর্ম। যদি কেউ তাঁর ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে তাঁকে ফিলআপ করতে হবে ৬বি ফর্ম। এই সকল ভোটার তালিকা বা ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য নিকটবর্তী ভোটগ্রহণ কেন্দ্র ব্লক লেভেলের অফিসারের কাছে ফর্ম জমা দিতে হবে। এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in/ ওয়েবসাইট থেকেও নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এদিকে কমিশন বুধবারই এ রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী এবার ভোটার বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। বাদ গিয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনে এবার ভোট দেবেন মোট ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। এদের মধ্যে পুরুষ ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬। মহিলা ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৮২। সার্ভিস ভোটার ১ লক্ষ ১৪ হাজার ১৪৮ জন।