প্রতিবেদন : খালিস্তানি মন্তব্যের জেরে এবার বিধানসভা থেকে গদ্দার অধিকারীকে বহিষ্কারের দাবি তুলল অকাল তখ্ত। এই দাবি জানিয়ে শিখ (Sikh) সমাজের সর্বোচ্চ ধর্মীয় নিয়ামক সংস্থা অকাল তখ্ত-এর তরফে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় গুরুদ্বার পরিচালন কমিটিকে একটি চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-জিতে শীর্ষে মুম্বই
চিঠিতে তারা বলেছে, কর্তব্যরত একজন শিখ পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে যে জাতিগত মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। দেশের মুক্তির জন্য শিখদের আত্মত্যাগ এবং দেশের অগ্রগতি ও নিরাপত্তায় তাঁদের অবদানকে ভুলে এই লোকেরা চরম অকৃতজ্ঞতার দৃষ্টান্ত তৈরি করেছে। তারা আরও বলেছে, এই ধরনের লোকেদের সবদিক থেকেই বিরোধিতা করা উচিত এবং অবিলম্বে তাকে বিধানসভা থেকে বহিষ্কার করা উচিত। যাতে ভবিষ্যতে আর কেউ শিখ সমাজের গর্বকে আঘাত করার সাহস না পায়।