মাটি খুঁড়তেই উঠে এল প্রাচীন যুগের রুপোর মুদ্রা

সেই মুদ্রা জমির মালিকের এক-দুটি পাওনা হলেও বাকি প্রাচীন রুপোর মুদ্রা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে যে যার মতো।

Must read

সংবাদদাতা, বসিরহাট : মাটি খুঁড়তেই মাটির কলসির ভেতর থেকে শতাব্দীপ্রাচীন রানি ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন-এর রুপোর মুদ্রা। গুপ্তধন কুড়োতেই গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা গ্রামে। ঘটনাটি প্রকাশ্যে আসতে বন্ধ করে দেওয়া হয়েছে মাটি খোঁড়ার কাজ।

আরও পড়ুন-খেলার মঞ্চে আশ্চর্য সাফল্য

শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। স্থানীয় বাসিন্দা আলেয়া বিবি, বর্তমান জমির মালিক তপন বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা রেণুকা বন্দ্যোপাধ্যায়রা জানান, অমৃত প্রকল্পের পানীয় জলের জন্য মাটি খুঁড়ে পাইপলাইন বসাতে গিয়ে ঠিকাদারেরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। হঠাৎই জেসিবির টানে উঠে আসে শতাব্দীপ্রাচীন একটি মাটির কলসি। সেটি ভেঙে যাওয়াতে ছিটকে পড়ে শতাধিক রুপোর মুদ্রা। যেখানে রয়েছে শতাব্দীপ্রাচীন ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন-এর প্রাচীন রুপোর মুদ্রা। সেই দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় জমাতে শুরু করে এলাকায়। সেই রুপোর কয়েনের ভাঙা কলসি তুলতেই গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন-সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান, মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

সেই মুদ্রা জমির মালিকের এক-দুটি পাওনা হলেও বাকি প্রাচীন রুপোর মুদ্রা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে যে যার মতো। প্রাচীন সংস্কৃতির বহু মূল্যবান এই মুদ্রা প্রমাণ করে ১৮৫৭ খ্রিস্টাব্দ তথা ব্রিটিশ আমলে ইংরেজরা এখানে বসতি স্থাপন করেছিল। কোনও কারণে ওই মুদ্রাগুলি মাটিতে পুঁতে রেখেছিল। বছরের পর বছর শতাব্দীপ্রাচীন এই মুদ্রা আজও অক্ষত রয়ে গিয়েছে। জমির মালিক স্থানীয় প্রধান ও প্রশাসনকে খবর দিয়েছেন। এই ঘটনার পর জলপ্রকল্পের পাইপলাইনের কাজ বন্ধ হয়ে গিয়েছে।

Latest article