আজ, বুধবার, বিধানসভায় (Assembly) বিএ কমিটির বৈঠক ও সর্বদল বৈঠক ছিল। এদিন সাংবাদিক বৈঠকে রাজভবনে (Rajbhavan) বিল আটকে থাকা নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ। তিনি বলেন, “রাজ্যপাল কোনও বিষয় নিয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চাইতেই পারেন। কিন্তু বিলটির বর্তমান অবস্থা কী- তা বিধানসভাকেই জানাতে হবে। সংবাদ মাধ্যমকে না জানিয়ে রাজ্যপালের উচিত ছিল বিধানসভার মর্যাদা দিয়ে সেখানেই এই বিষয়ে জানানো।“ এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভাকে মর্যাদা দেওয়া উচিত ছিল। হয়তো ওনাকে (রাজ্যপালকে) কেউ ভুল বুঝিয়েছে, তাই এই পদক্ষেপ।“
আরও পড়ুন-দুর্জয় দেবী জগদ্ধাত্রী
বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, “আমরা বলেছিলাম ২২ টি বিল পেন্ডিং আছে। সেটা বাস্তব। ওই ২২টা বিলে কী হয়েছে স্ট্যাটাস রিপোর্ট পর্যন্ত বাদ দিলে কিছুই আজ পর্যন্ত বিধানসভা জানে না। কোন বিলের ব্যাখ্যা চেয়েছেন, কোন বিল উনি ধরে রেখেছেন তা বিধানসভার জানা দরকার। বাস্তবে এই তথ্যই আজ পর্যন্ত আসেনি“।
আরও পড়ুন-কেন রেলমন্ত্রীর স্পেশ্যাল ট্রেনও স্টেশনে ঢুকতে ২ ঘণ্টা দেরি করল? বিশৃঙ্খলা পুরুলিয়ায়
২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ তার আগে বুধবার হয়েছে সর্বদলীয় বৈঠক ৷ যদিও এবারও বৈঠকে অনুপস্থিত ছিল বিজেপি ৷ ছিলেন না ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও আইএসএফ বলে কোনও দলের বিধায়ক বিধানসভায় নেই বলে সাফ জানিয়ে দেন অধ্যক্ষ। তিনি বলেন, ভাঙড়ের বিধায়ক মজলিশ পার্টি, নির্দল হিসেবে আছেন।
আরও পড়ুন-মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষবা
বিধানসভা অধিবেশন চলছে। অথচ তাতে উপস্থিত নেই বিধায়ক- এই পরিস্থিতি আর চায় না শাসকদল। সেই কারণে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। আসন্ন বিধানসভা অধিবেশন থেকেই বিধায়কদের হাজিরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের বিজনেস অ্যাডভাইসরির বৈঠক থেকে বিধানসভার বৈঠকে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলেছে তৃণমূল।
আরও পড়ুন-KKR-এ মেন্টর হিসেবে প্রত্যাগমন গম্ভীরের, ছাড়লেন লখনৌ SG
২৪ থেকে ৩০ নভেম্বর বিধানসভা অধিবেশনের চলবে। ২৪ নভেম্বর শুক্রবার। শনি-রবি ছুটি। সোমবার গুরুপূর্ণিমার ছুটি হওয়ায় অধিবেশন বসবে না। ফলে পরে আবার অধিবেশন হবে ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর। স্পিকার জানিয়েছেন, এই চার দিনে বিধানসভায় আলোচনার মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি।
আরও পড়ুন-তৈরি হবে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ, নয়া জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাজ্যের
২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে সংবিধান নিয়েই আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্পিকার জানান, “সবাই মনে করছে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। ইডি-সিবিআই নিয়ে নতুন করে আর কিছু বলব না। সেদিন সংবিধান নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় রাখা হয়েছে।“ ২৯ তারিখ বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে বিধানসভায়। তা নিয়েও আলোচনা হবে। ৩০ নভেম্বর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে বিল আনা হবে বিধানসভায় এবং এ বিষয়ে আলোচনা হবে। তবে ৩০ তারিখের পরও বিধানসভার অধিবেশন চলবে কি না সে বিষয়ে ২৯ নভেম্বর সিদ্ধান্ত হবে। বিজনেস অ্যাডভাইসরির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্পিকার।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…