হাল দেখতে সরেজমিনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির এই প্রতিনিধি দল দিঘা যায়। পর্যটন কেন্দ্র দিঘা-সহ মন্দারমণি এলাকা প্রতিনিধিদলটি ঘুরে দেখবে।

Must read

সংবাদদাতা, তমলুক : পূর্ত, পরিবহণ ও পর্যটন বিষয়ক পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেন। সংশ্লিষ্ট বিষয়গুলিতে এই জেলা কতটা এগিয়েছে, কোন কোন বিষয়ে কাজ এখনও বাকি রয়েছে, সেই নিয়ে দু’দিনের সরেজমিন পরিদর্শনের পর এই প্রতিনিধি দল বিধানসভায় রিপোর্ট পেশ করবেন।

আরও পড়ুন-গুলি তৃণমূল নেতাকে

এদিন এই প্রতিনিধি দলটি প্রথমেই পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ে আসেন। সেখানে জেলা প্রশাসন ও জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি এই প্রতিনিধি দলের সামনে অডিও-ভিজুয়াল তথ্যের মাধ্যমে জেলার অগ্রগতি তুলে ধরেন। স্ট্যান্ডিং কমিটির অন্যতম বিধায়ক মদন মিত্র এবং বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী জেলা প্রশাসনের এই তথ্যগুলি দেখে বেশ সন্তুষ্ট হন। এদিনের বৈঠকে ছিলেন পাঁচ বিধায়ক তরুণকুমার মাইতি, উত্তম বারিক, ফিরোজা বিবি, সুকুমার দে ও তিলক চক্রবর্তী। বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির এই প্রতিনিধি দল দিঘা যায়। পর্যটন কেন্দ্র দিঘা-সহ মন্দারমণি এলাকা প্রতিনিধিদলটি ঘুরে দেখবে। পরিদর্শন শেষে শুক্রবার কলকাতায় ফেরার কথা।

Latest article