স্কুলের পর এবার হাসপাতাল, আমেরিকায় ফের হামলা বন্দুকবাজের, নিহত চার

বুধবারের ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্বীকার করে নিয়েছেন পুলিশকর্তা ক্যাপ্টেন রিচার্ড মুলেনবার্গ।

Must read

প্রতিবেদন : স্কুলের পর এবার হাসপাতালে ঢুকে গুলি চালাল বন্দুকবাজ। ফের সেই মার্কিনমুলুক। বন্দুকের সহজলভ্য লাইসেন্স প্রাপ্তির সুযোগ নিয়ে বারবার একই কাণ্ড ঘটছে আমেরিকায়। এবারের হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও ১০ জন। হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার আমেরিকার ওকলাহোমার তুলসায় এই হামলা হয়েছে।

আরও পড়ুন-হাল দেখতে সরেজমিনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

গত ২৪ মে টেক্সাসের রব এলেমেন্টারি স্কুলে নাবালক বন্দুকবাজের হামলায় ২১ জনের প্রাণ গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ছাত্রছাত্রী-শিক্ষকরা। সেই ভয়ঙ্কর ঘটনার রেশ মেলানোর আগেই মাত্র দিন সাতেকের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনায় মার্কিন মুলুকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃত ও আহতদের সকলেই হাসপাতালে রোগী ও কর্মী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে তারা নিরন্তর যোগাযোগ রাখছে। মার্কিন পুলিশ জানিয়েছে, তুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাতালি বিল্ডিংয়ের দোতলায় আচমকাই ঢুকে পড়ে এক ব্যক্তি।

আরও পড়ুন-গুলি তৃণমূল নেতাকে

হাসপাতালে ঢুকেই অত্যাধুনিক অস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন অনেকেই। মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও। তবে বন্দুকবাজ আত্মঘাতী হয়েছে, নাকি পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে সেটা স্পষ্ট নয়। হামলার কারণ জানতে তদন্ত শুরু করছে পুলিশ। তুলসার পুলিশ আধিকারিক জনাথন ব্রুকস জানিয়েছেন, এলাকায় আরও কোনও হামলাকারী লুকিয়ে আছে কি না তা জানতে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। বুধবারের ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্বীকার করে নিয়েছেন পুলিশকর্তা ক্যাপ্টেন রিচার্ড মুলেনবার্গ। নাতালি বিল্ডিংয়ের দোতলায় মূলত ডাক্তারদের অফিস। রয়েছে একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র।

Latest article