প্রতিবেদন : চলতি বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রকোপ রুখতে জেলায় জেলায় বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দিল রাজ্য সরকার। ডেঙ্গু-সহ মশা বাহিত রোগ প্রতিরোধে শুক্রবার নবান্নে বিভিন্ন দফতর এবং জেলা শাসকদের সঙ্গে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং জমা জলের উৎস সন্ধান করতে বলা হয়েছে। ভেক্টর কন্ট্রোল টিমের অধীনে ‘ভিলেজ রিসোর্স পার্সন’ হিসেবে যাঁরা কাজ করেন তাঁদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-সবুজকে রক্ষায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ট্রি-অডিট
বৈঠকে মুর্শিদাবাদ জলপাইগুড়ি-সহ বেশ কিছু জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করেন বলে খবর। এইসব জেলাগুলিতে মানুষের সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। তেমন ভারী বৃষ্টি না হলেও বর্ষার মরশুম শুরু হয়েছে বাংলায়। দক্ষিণে হালকা বৃষ্টির দেখা মিলছে। তবে উত্তরবঙ্গ কার্যত ভেসেছে প্রবল বৃষ্টিতে। আর এই মরশুমে রাজ্য জুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান, এই মরশুমে কোভিডের পাশাপাশি ডেঙ্গির বাড়বাড়ন্তও দেখা যাবে। ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রান্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। রোগীর মৃত্যু ডেঙ্গিতে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।