প্রতিবেদন : শহর কলকাতায় দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং খরচ কমাতে কলকাতা পুলিশের জন্য ২০০টি বৈদ্যুতিক গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই গাড়ি কেনার জন্য রাজ্যের অর্থ দফতর ৪০ কোটি টাকারও বেশি টাকা মঞ্জুর করেছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রাথমিক ভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রাখা হলেও বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জ্বালানি খরচেও অনেকটাই সাশ্রয় হচ্ছে বলে দেখা গেছে। সে-কারণে সরকারের বিভিন্ন দফতরে এধরনের গাড়ির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-সন্ধিপুজো নয়, মায়ের আরাধনা হয় ভোররাতে
জানা গেছে এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে ২০টি বৈদ্যুতিক গাড়ি রয়েছে। এই গাড়িগুলি চালাতে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা খরচ হয়। যেখানে পেট্রল এবং ডিজেলের গাড়ি সারা দিন চললে খরচ হয় ৮০০ থেকে ১০০০ টাকা। সেক্ষেত্রে প্রতিটি পেট্রোল বা ডিজেল গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করলে প্রতি মাসে ১ থেকে দেড় লক্ষ টাকার জ্বালানি সাশ্রয় হয়। পুলিশ সূত্রের খবর, গাড়ি কেনার জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে পুলিশকর্তারাও জানার চেষ্টা করছেন, কোন ধরনের ইভি গাড়ির কিনলে বাহিনীর সুবিধা হতে পারে। গাড়িগুলি হাতে আসার পর তা বিভিন্ন বিভাগকে বণ্টন করা হবে।
আরও পড়ুন-সন্তোষে জয় দিয়ে শুরু করল বাংলা
ট্র্যাফিক বিভাগেরও হাতে আসবে গাড়িগুলি। প্রথমে নিচুতলার পুলিশকর্মী থেকে সহকারী পুলিশ কমিশারের পদে থাকা কর্মচারীদের কাজের জন্য ইভি দেওয়া হবে। কলকাতা পুলিশের সব বিভাগ মিলিয়ে প্রায় চার হাজার গাড়ি রয়েছে। সবই পেট্রোল-ডিজেলের। ধাপে ধাপে সেই গাড়িগুলিকে বয়স অনুযায়ী স্ক্র্যাপ করা হবে বলে জানা যাচ্ছে।