ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃষ্টি কম হওয়ায় বিপন্ন কৃষকরা। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার জেরে ফের হাইকোর্টের তোপে ইডি
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, “যারা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি সেই ২.৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা আমরা অনুমোদন করছি। বাংলা শস্য বিমা-র অধীন এই টাকা অনুমোদন করা হয়। যা একটি সম্পূর্ণ রাজ্য সরকারের ফসল বিমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়াম দিই। কৃষকদের কিছু দিতে হবে না।
২০১৯ সালে স্কিমটি পরিদর্শন করার পর থেকে, আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটি টাকার বেশি টাকা দিয়েছি।“
We are releasing Rs.197 Cr to 2.46 Lakhs affected Farmers who could not sow paddy due to deficit rainfall. The claims have been finalized under Bangla Shasya Bima (BSB), which is a fully State Government funded crop Insurance scheme and we pay the entire premium amount. Farmers…
— Mamata Banerjee (@MamataOfficial) October 17, 2023
বরাবরই বাংলার কৃষকদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরই উদ্যোগে রাজ্যে চালু হয়েছে কৃষকবন্ধু ক্রেডিট কার্ড। এবার বাংলা শস্য বিমার অধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য বাংলার মুখ্যমন্ত্রীর।