কড়া পদক্ষেপ নিল রাজ্য, ২৩ হাজার শিক্ষককে শো-কজ, অনুপস্থিত কর্মীদের বেতন কাটার নির্দেশ

বরাবরই ছিলেন ধর্মঘট, হরতালের বিরুদ্ধে। রাজ্যের ক্ষমতায় আসার পর এনিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বরাবরই ছিলেন ধর্মঘট (strike) , হরতালের বিরুদ্ধে। রাজ্যের ক্ষমতায় আসার পর এনিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পূর্ব ঘোষণামতো ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন। শনিবার একদিকে রাজ্যের প্রায় ২৩ হাজার স্কুল শিক্ষক-শিক্ষিকাকে ই-মেল করে শো-কজ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন-মাঝ আকাশে অচেতন পাইলট, বিমান নামালেন যাত্রী কাম পাইলট

ডিএ-র দাবিতে গত ১০ মার্চ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। ধর্মঘটকে সমর্থন করে ওইদিন কাজে অনুপস্থিত ছিলেন ওই শিক্ষকরা। অনুপস্থিতদের জন্য আগেই কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। ওইদিন অনুপস্থিতির কারণে মোট ২২ হাজার ৮৫৬ জন শিক্ষক-শিক্ষিকাকে শো-কজ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন-ভোটের মুখে বাতিল মুসলিমদের সংরক্ষণ

এর পাশাপাশি ওইদিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের একদিনের বেতন কাটা হবে বলেও এদিন অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। গত ১০ মার্চ কাজে অনুপস্থিত থাকা রাজ্য সরকারি কর্মচারীদের আগেই শোকজ করেছিল সংশ্লিষ্ট দফতর। শো-কজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের একদিনের বেতন কাটতে চলেছে প্রশাসন।

Latest article