পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য

Must read

প্রতিবেদন : বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বিভিন্ন জায়গায় পড়ে থাকা পরিত্যক্ত ফাঁকা জমির দিকে নজর সরকারের (West Bengal Government)। সেই সমস্ত পরিত্যক্ত ফাঁকা জমিকে সঠিকভাবে ব্যবহার করে নতুনভাবে শিল্পের জন্য তৈরি করার লক্ষ্যে ব্যবহার করা হবে। মূলত শিল্পপার্ক তৈরির জন্য ওই জমি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এজন্য পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর এই সাতটি জেলায় ইতিমধ্যেই পরিত্যক্ত জমির জন্য সার্ভে করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে নবান্নের তরফে। আগামী এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন। তার আগেই এই ধরনের জমির বিস্তারিত তথ্য হাতে চায় রাজ্য সরকার (West Bengal Government)। সরকারি সংস্থার পরিত্যক্ত জমি সরকারের ল্যান্ড ব্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন – ‘জবাব দেব সব অপমানের’, বালিগঞ্জের প্রার্থী হয়ে একান্ত সাক্ষাৎকারে বাবুল

ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের আসানসোলের ‘হিন্দুস্তান কেবলস’-এর জমি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য। যদিও সেই জমির মালিকানা কেন্দ্রের হাতে। ইতিমধ্যেই সেই জমির সার্ভে রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন শিল্পায়নের জন্য জমি কোনও সমস্যা হবে না। জেলায় জেলায় ইতিমধ্যে শিল্প স্থাপনের উপযুক্ত প্রচুর সংখ্যক জমি চিহ্নিত করা হয়েছে। তৈরি হয়েছে একাধিক শিল্প পার্ক। রাজ্যের বিভিন্ন বন্ধ কল-কারখানায় প্রচুর পরিত্যক্ত জমি রয়েছে। প্রচুর সংস্থার হাতে রয়েছে উদ্বৃত্ত জমি। এইসব জমিকে কাজে লাগিয়ে নতুন করে শিল্প গড়তে চায় রাজ্য সরকার।

Latest article