কাজ না করলে পদত্যাগ করতে হবে : অনুব্রত মণ্ডল

Must read

সংবাদদাতা, বোলপুর : নির্বিবাদে সবাইকে একজোট করে দায়িত্ব ভাগ করে দিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), রবিবার বিকেলে। সাংগঠনিক দক্ষতা কতটা থাকলে এরকম বিতর্ক ছাড়াই নাম ঘোষণা করা সম্ভব দেখালেন অনুব্রত। সবাই একবাক্যে ওঁর সিদ্ধান্ত মেনেও নিলেন। ১৪ মার্চ রাজ্য নেতৃত্বের সিলমোহর পড়া এখন সময়ের অপেক্ষা। অনুব্রত (Anubrata Mondal) স্পষ্ট জানালেন, কাজ না করলে তাঁকে অব্যাহতি দেওয়া হবে। এককথায়, শুরুতেই সবাইকে চাপে রাখলেন।

আরও পড়ুন – পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য

রবিবার বোলপুরে পুরবোর্ডে নয়া দায়িত্বে কারা থাকবেন, ঘোষণা করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। তিন মহকুমার পাঁচ পুরসভা ও গুসকরা পুরসভার কারা দায়িত্ব পেতে চলেছেন তা ঠিক হয়। এদিন পুরসভার দায়িত্ব বণ্টনের বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল, সহ-সভাপতি অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরি, সুদীপ্ত ঘোষ ও ডেপুটি  স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দায়িত্ব দেওয়ার পাশাপাশি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানিয়ে দিলেন, দলের অবস্থান হল, কাজ না করলে পদত্যাগ করতে হবে।

Latest article