২ বছরে বাংলায় বাড়ি দেবে রাজ্য, না হলে ছাব্বিশে জবাব দেবেন: বার্তা অভিষেকের

Must read

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। বাংলার বঞ্চিতদের টাকা দিচ্ছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের আবাস প্রকল্পের টাকাও পায়নি বাংলার মানুষ। আগামী দুবছরের মধ্যে বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার। সোমবার, দলীয় প্রার্থীর প্রচারে গঙ্গারামপুরের সভা থেকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বলেন, “বিজেপির দয়ায় বাংলা বেঁচে নেই। আপনারা লোকসভা নির্বাচনে বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যাঁরা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখে তার সমাধান করবে মা-মাটি-মানুষের সরকার। কারও কাছে হাত পাততে হবে না।” অভিষেকের (Abhishek Banerjee) কথায়, ২ বছরের মধ্যেই এই কাজ করবে সরকার। কথা না রাখতে পারলে ২০২৬ সালের বিধানসভা ভোটে মানুষ তার জবাব দেবেন বলে মত ডায়মন্ড হারবারের সাংসদের।

আরও পড়ুন- টাকা দেওয়ার শ্বেতপত্র নিয়ে বাংলায় আসুন, মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করে অভিষেক বলেন, “মোদিজির গ্যারান্টি ভাষণ, আর দিদির গ্যারান্টি রেশন।“ কার গ্যারান্টি জনগণ নেবে, তা তাদেরকেই ভেবে দেখতে হবে- মত অভিষেকের।

Latest article